নতুন জিনিস অধিকাংশ ক্ষেত্রেই খুব ভালো লাগে। কারন অন্যরকম একটা চাকচিক্য,
জৌলস, ও সৌন্দর্য তার মধ্যে থাকে। এমনকি তার গন্ধেও নেশা ছড়ায়। নতুন জামা,
নতুন প্যান্ট এমনকি বড় বড় করকরে টাকার সুগন্ধি নোট সবসময়ই মনে একটা
ভালোলাগার অনুভূতি সৃষ্টি করে। তাই বলে, যে জিনিসটা পুরানো হয়ে যাবে তার
জন্য কি পড়ে থাকবে শুধুই অবহেলা, অবগ্গা? আপনার একটা সব থেকে নতুন প্রিয়
জামাটা যখন পুরানো হয়ে যাবে তখন জামাটা আপনি পড়বেন কি পড়বেন না তা আপনার
রুচির ব্যাপার। জামাটা পড়ার অযোগ্য হয়ছে বলে আপনি চাইলেই আপনার প্রিয়
পুরানো জামাটা ফেরিওয়ালার কছে অতি সস্তা মূল্যে বিক্রি করে দিতে পারেন।
আবার চাইলেই আপনি আপনার প্রিয় পুরানো জামাটা স্বযত্নে আলমারিতে তুলে রাখতে
পারেন। হয়তো জামাটা কখনোই আকাশচুম্বী এন্টিক হিসাবে বিক্রি হবে না। কিন্তু
জিনিসটা যদি আপনার কাছে প্রিয় হয়, পছন্দের হয় তা হলে তার দাম কখনো মূল্য
দিয়ে চুকানো যায় না।
সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন