আমার কাছে স্বপ্ন মানে মনে হয়, মাল্টিপল কালারের পাওয়ার হাউজ। নানান বয়েসে, নানান সময়ে, নানান ক্ষনে যার শুধু কালার চেন্জ হয়। স্বপ্নভঙ্গ... আমার কাছে স্বপ্নভঙ্গ মানে হচ্ছে- সব কালার গুলো একত্রিত হয়ে
একটি কালারে পরিনত হওয়া। আমার কাছে সেই রঙটা কালো বলে মনে হয়। স্বপ্নভঙ্গ
হয়ে যাওয়া ঐ মানুষটা তখন তার ভবিষ্যৎ অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না।
তবে কারও স্বপ্নভঙ্গ হয়ে যাওয়া মানে এই নয় যে, সে নতুন করে আর কোন স্বপ্ন
দেখতে পারবে না। যখন সব রঙ ফিকে হয়ে যায় তখন ঐ মুহূর্তে স্বপ্নভঙ্গ হয়ে
যাওয়া মানুষটির হয়তো মনে হতে থাকে, তার জীবনের রঙটাও কালো অন্ধকারে আস্তে
আস্তে ঢেকে যাচ্ছে। তবে কালোরও হয়তো কিছু ভাল দিক আছে।
কালো রঙটা কিন্তু অন্য সব রঙের বাইরে নয়। অন্যান্য রঙের মতো তারও কিছু
নিজস্ব স্বকিয়তা আছে। গোধূলীলগ্ন থেকে রাত হওয়া অবধি একটু খেয়াল করলেই
দেখতে পাবেন কালো রঙের পরিরর্তনটা। সব থেকে ভালো ভাবে আপনি কালো রঙের রূপটা
অবলোকন করতে পারবেন অমাবস্যার কোন এক রাতে। তার মানে স্বপ্নভঙ্গ হয়ে
যাওয়ার মানে এই নয় যে, আপনার জীবন অমাবস্যার অন্ধকারের মতো ঢেকে যাচ্ছে।
আমার কাছে মনে হয় একটি স্বপ্নভঙ্গ হয়ে যাওয়া মানে হাজারও স্বপ্নের দ্বার
উন্মুক্ত হয়ে যাওয়া। স্বপ্নভঙ্গ হয়ে যাওয়ার ভয়ে আমরা হাজারো স্বপ্ন দেখা তো
ভুলে যেতে পারি না। তানা হলে হয়তো জীবনটাই থেমে যাবে। হ্যাঁ এইটাও ঠিক
রাতারতি তে আর সব স্বপ্ন পূরন হয়ে যাবে না। তবে অমাবস্যার ঘোর কালো অন্ধকার
কেটে নির্দিষ্ট সময় পর কিন্তু পৃথিবীটা পূর্নিমার আলোয়ও একসময় উদ্ভাসিত
হয়। তাই আমাদের সাদাকালো স্বপ্নগুলো অমাবস্যার কালোয় ঢেকে না যেয়ে
পূর্নিমার আলোর মতো আরও আলোকিত হয়ে উঠুক। আর সেই আলোকছটা রঙিন হয়ে ছড়িয়ে
পড়ুক সারাবিশ্বে।
সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন