বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
বৃষ্টি এলেই কিনে নেব, এই পৃথিবীর সবটা নদী,
মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব, একটু কাছে এলেই যদি।
কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে,
বৃষ্টি এলেই বুকের জলে, অশ্রুগুলো মোছার আছে।
বৃষ্টি এলেই তোমার বুকে, মেঘের মতই কাঁদব দেখ,
জমিয়ে রাখা সবটা প্রেমে, আমায় তবু জড়িয়ে রেখ।
নীল শাড়ীটার আঁচল জুড়ে, তুমিই না হয় আকাশ হলে,
বৃষ্টি এলেই এই আমি ঠিক, ভিড়েই যাব মেঘের দলে।
বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল,
মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো।
লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!
বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
- সাদাত হোসাইন
মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব, একটু কাছে এলেই যদি।
কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে,
বৃষ্টি এলেই বুকের জলে, অশ্রুগুলো মোছার আছে।
বৃষ্টি এলেই তোমার বুকে, মেঘের মতই কাঁদব দেখ,
জমিয়ে রাখা সবটা প্রেমে, আমায় তবু জড়িয়ে রেখ।
নীল শাড়ীটার আঁচল জুড়ে, তুমিই না হয় আকাশ হলে,
বৃষ্টি এলেই এই আমি ঠিক, ভিড়েই যাব মেঘের দলে।
বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল,
মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো।
লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!
বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।
- সাদাত হোসাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন