এই শোনো, অামার সামনে পরীক্ষা। তাই অামি চাই না পরীক্ষার অাগে অার তোমার
সাথে কোন যোগাযোগ রাখতে। অার শোনো তুমি এই সময়টায় কিন্তু অন্য কোনো মেয়ের
প্রেমে পরবা না। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করে মেয়েটা। তারপর খিলখিল করে
হেসে বলে, মনে থাকবে তো অামার কথা? ছেলেটা চুপ করে থাকে। কি বলবে ঠিক বুঝে
উঠতে পারে না। ছেলেটা সত্যিই মেয়েটাকে অনেক ভালোবাসে। তাই ছেলেটা মেয়েটির
শর্তে রাজি হয়। ছেলেটার মনে যে কি ঝড় চলছে তা সে মেয়েটাকে বুঝতে দেয় না।
ছেলেটা এখন সময়ের হাতে বন্দী। গল্পের ট্রাজেডীর শুরুটা ছিল এমন।
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন