কষ্টেরা লাল হয়, কষ্টেরা নীল হয়
কষ্টেরা কাঁধে কাঁধে জোট বেঁধে মিল হয়।
কষ্টেরা ভুল হয়, চড়ে বসা শূল হয়
কষ্টেরা নোনা ঢেউয়ে বাঁধ ভাঙা কুল হয়।
কষ্টেরা নীর হয়, অবনত শির হয়
কষ্টেরা বুকে গাঁথা বিষ মাখা তীর হয়।
কষ্টেরা রাগ হয়, কোষে কোষে ভাগ হয়
কষ্টেরা ওষ্টেতে চেপে ধরা দাগ হয়।
কষ্টেরা ঘোর হয়, বুক ভেঙে চুর হয়
কষ্টেরা সানাইয়ে বিষাদের সুর হয়।
কষ্টেরা রাত হয়, ঘাত বোনা তাঁত হয়
কষ্টেরা কাছে থেকে দূরে সরা হাত হয়।
কষ্টেরা হার হয়, দুই থেকে চার হয়
কষ্টেরা তারই থাকে কষ্টটা যার হয়।
writter: Joynal Abedin
কষ্টেরা কাঁধে কাঁধে জোট বেঁধে মিল হয়।
কষ্টেরা ভুল হয়, চড়ে বসা শূল হয়
কষ্টেরা নোনা ঢেউয়ে বাঁধ ভাঙা কুল হয়।
কষ্টেরা নীর হয়, অবনত শির হয়
কষ্টেরা বুকে গাঁথা বিষ মাখা তীর হয়।
কষ্টেরা রাগ হয়, কোষে কোষে ভাগ হয়
কষ্টেরা ওষ্টেতে চেপে ধরা দাগ হয়।
কষ্টেরা ঘোর হয়, বুক ভেঙে চুর হয়
কষ্টেরা সানাইয়ে বিষাদের সুর হয়।
কষ্টেরা রাত হয়, ঘাত বোনা তাঁত হয়
কষ্টেরা কাছে থেকে দূরে সরা হাত হয়।
কষ্টেরা হার হয়, দুই থেকে চার হয়
কষ্টেরা তারই থাকে কষ্টটা যার হয়।
writter: Joynal Abedin
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন