



দিনটা ছিলো বৃহস্পতিবার। আমি আর আমার বন্ধু আনিস ১০ টায় রাতের খাওয়ার পর বিভন্ন বিষয় নিয়ে গল্প করছি। গল্প করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে গেল টেরই পেলাম না। আর শুক্রবার মানেই আমাদের কাছে ঘুমদিবস। তাই তাড়াতাড়ি ঘুমানোর কোন ইচ্ছে ও নাই। তাই দুই বন্ধু বাইরে থেকে চা খেয়ে আসার সিদ্ধান্ত নিলাম। চা খেয়ে রুমে আসতে রাত তখন ১ টা বাজে। আর এদিকে চোখের ঘুমও নাই হয়ে গেছে দুজনের। তাই আমরা আবার গল্প শুরু করলাম।
।
।
।
গল্প করতে করতে রাত তখন প্রায় ৩ টা। আনিসের একটু ঘুম লাগতে শুরু করছে। কিন্তু আমার চোখে ঘুমের লেশমাত্র ও নেই। তাই আমি আনিসকে বললাম, বন্ধু যদি জ্বীন-ভূত দেখতে পারতাম তা হলে জীবনের একটা ইচ্ছে পূরন হতো। আনিস খুব গম্ভীরভাবে আমাকে জ্বীন নিয়ে ফাজলামি করতে মানা করলো। ও আমাকে বললো আমাদের রুমের বাইরে যে আম গাছটা আছে ঐ গাছটায় সমস্যা আছে। আমি কৌতুহলের সাথে বললাম কই আমার তো কখনো মনে হয় নি। ও আমাকে বললো ও এইসব প্যারানরমাল বিষয় আগে থেকে আঁচ করতে পারে। আমি তখন ওকে বললাম বন্ধু জ্বীনের সাহস খুব কম তা না হলে তো একটু সৌজন্যসাক্ষাত ও তো করতে পারতো। আনিস চুপ। আমি আবারএ বললাম দোস্ত ওদের হার্টবিট খুব দূর্বল। যদি ওদের সাহস থাকতো ঠিক ই এসে দেখা করতো। এবার আনিস আমাকে গম্ভীরভাবে বললো, তুই কি সত্যি ই জ্বীন দেখতে চাস? আমি বললাম দেখতে চাই মানে পারলে কথা ও বলতে চাই।
আনিস তখন গম্ভীর ভাবে বললো সোজা হয়ে শুয়ে উপরের দেয়ালের দিকে ২মিনিট তাকিয়ে থাকতে। আমি ওর কথামতো তাকিয়ে আছি। ৫মিনিট তাকিয়ে থাকার পরও যখন কিছু দেখতে পেলাম না তখন আনিসকে ডাক দিলাম। আনিস একদম চুপ। আমি এবার আরও জোরে ডেকে বললাম, কি রে ঘুমায়ে পড়লি? তোর জ্বীন তো ভয়তে দেখা দিলো না। আনিসের তাও কোন সাড়া পাওয়া গেল না। এবার আমি উপুড় হয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু ঘুম আসছে না। তাই সোজা হয়ে উপরের দেয়ালের দিকে তাকাতেই আমি চিৎকার করে উঠে বসলাম আর বললাম, এইইইই এট্টাটাআ কিইইইই হচ্ছে!!! মাত্র ৫কি ৬ সেকেন্ড হবে। তারপর নাই। আমি আনিসকে ডাকলাম। কোন সাড়া নেই। আরও জোরে ডাকলাম। এবার ও খুব শান্তকন্ঠে বললো রুমের জানলাটা দিয়ে দে। আমি জানলা বন্ধ করতে গিয়ে তাড়াহুড়োর কারনে কিংবা ভয়ের কারনে অথবা অন্য কোন কারনে আমার হাত কেটে রক্ত ঝরে। আমি তা পাত্তা না দিয়ে আনিসকে বললাম তুই কি কিছু দেখছিস? আনিস আমার কথার উত্তর না দিয়ে বলল, তুই কি দেখছিস? আমি বললাম কিছু না। ও তখন বললো, কিছু না হলেই ভালো। আমি আর কিছু না বলে শুয়ে থাকি আর ভাবি সত্যিই কি কিছু দেখছি না কি সব মনের ভুল। পৃথিবীর এমন কিছু কিছু ব্যাপার আছে যার হয়তো কোন ব্যাখ্যা নেই। সত্যিই অদ্ভুত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন