Social Icons

সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

এক টাকা

গতকালটা যে কখন গত হয়ে গেলো টেরই পেলাম না। খুব বেশি খুশি হয়ে যাওয়ার পর টান্না( খুশির বিপরীত শব্দ) পেয়ে যাওয়া হয়তো তার একটা কারন হতে পারে। অতি প্রয়োজনের সময় যে জিনিসটা কখোনই খুঁজে পাওয়া যায় না, প্রয়োজন শেষে কি এক অদ্ভুত কারনে ঐ জিনিসটাই সবার আগে চোখে পড়ে যায়। আমার ১৫ বছর আগের কোন প্যান্টের পকেটে যদি এক টাকার একখানা চকচকে নোট হঠাৎ এই ২০১৬ সালে পেয়ে যাই, যে নোটটি আমি আতিপাতি করে অনেক খুঁজেছি কিন্তু কখনোই পাই নি। তা হলে বোধ হয় খুশি হওয়াটাই স্বাভাবিক। কিন্তু পরক্ষনেই যখন চিন্তা করে দেখলাম যে, এই এক টাকায় এই যুগের দোকানদার তো একটা চকলেট ও দিবে না। তখনই মনটা খারাপ হয়ে গেল। দোকানদারের কাছে হয়তো টাকাটার কোন মূল্য নেই কিন্তু আমার কাছে টাকাটার মূল্য অমূল্য। এত সব তুল্য-মূল্যের হিসাব করতে করতে কখন যে রাতটা শেষ হয়ে গেল টেরই পেলাম না। না আমি কোন স্বপ্ন দেখছি না, দেখাচ্ছিও না। শুধু এইটুকু জানি, রাতের ক্রান্তিলগ্নই তো ভোরের সূর্যোদয়। হোক না আরেকটা নতুন দিনের শুরু।

কোন মন্তব্য নেই:

 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates