Social Icons

Featured Posts

সোমবার, ৬ মার্চ, ২০১৭

বৃষ্টি এলেই

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।

বৃষ্টি এলেই কিনে নেব, এই পৃথিবীর সবটা নদী,
মাতাল ঢেউয়ে পাতাল ছোঁব, একটু কাছে এলেই যদি।
কাজল জলে ভাসুক না চোখ, তবুও ডেকো একটু কাছে,
বৃষ্টি এলেই বুকের জলে, অশ্রুগুলো মোছার আছে।

বৃষ্টি এলেই তোমার বুকে, মেঘের মতই কাঁদব দেখ,
জমিয়ে রাখা সবটা প্রেমে, আমায় তবু জড়িয়ে রেখ।
নীল শাড়ীটার আঁচল জুড়ে, তুমিই না হয় আকাশ হলে,
বৃষ্টি এলেই এই আমি ঠিক, ভিড়েই যাব মেঘের দলে।

বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল,
মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো।
লুকিয়ে থাকা সকল কথা, এই এ বেলা কাব্য হলো,
বৃষ্টি এলেই সবটা তুমি, আর কি নিয়ে ভাববো বলো!

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ভুলে গন্ধ নেব,
তোমার ঠোঁটেই খুঁজব নেশা, নিকোটিনটা বন্ধ দেব।
বেহিসেবি হাটবাজারে, ছেড়েই দেব দামাদামি,
বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি।

- সাদাত হোসাইন

#কষ্ট

কষ্টেরা লাল হয়, কষ্টেরা নীল হয়
কষ্টেরা কাঁধে কাঁধে জোট বেঁধে মিল হয়।

কষ্টেরা ভুল হয়, চড়ে বসা শূল হয়
কষ্টেরা নোনা ঢেউয়ে বাঁধ ভাঙা কুল হয়।

কষ্টেরা নীর হয়, অবনত শির হয়
কষ্টেরা বুকে গাঁথা বিষ মাখা তীর হয়।

কষ্টেরা রাগ হয়, কোষে কোষে ভাগ হয়
কষ্টেরা ওষ্টেতে চেপে ধরা দাগ হয়।

কষ্টেরা ঘোর হয়, বুক ভেঙে চুর হয়
কষ্টেরা সানাইয়ে বিষাদের সুর হয়।

কষ্টেরা রাত হয়, ঘাত বোনা তাঁত হয়
কষ্টেরা কাছে থেকে দূরে সরা হাত হয়।

কষ্টেরা হার হয়, দুই থেকে চার হয়
কষ্টেরা তারই থাকে কষ্টটা যার হয়।

writter: Joynal Abedin

বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭

নিজের মধ্যেই খুঁজে পেতে চাই

ইচ্ছেগুলোর অপঘাতে মৃত্যু
ঘুটঘুটে অন্ধকারে শ্বাস রোধ।
দূর থেকে এক চিলতে আলোয়
নতুন করে আর চোখ ঝলসাতে
ইচ্ছে করে না।
নিজেকে নিজের মধ্যেই খুঁজে পেতে চাই।

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

#ঘুম আসার জন্য ভাবনা, ভাবনার জন্য ঘুম নয়।⛄⛄

🚥 ভাবনাগুলো বাষ্প হয়ে সুদূরে মিলায়
🚥 রূপকথার রাজকুমারী আমায় ঘুম পাড়ায়।

#বর্ষাময় দিনের মনের ভাবোনা😊😊

করিছিনু পণ---
ভিজবো আজি শ্রাবনো ধারায়🎉
হবো সিক্ত বর্ষাস্নাত।
মনের যতো আবর্জনা,
ধুয়ে ফেলতে চাই,
আষাঢ়ের বারিধারায়।
কদম ফুলের মতো
স্নিগ্ধ হয়ে উঠুক-
মনের বাসোনা।

অনুভূতি

তুলতুলে নরম ছোঁয়ায়
ভালোলাগার এক অন্য আবেশ!
বুঝে নিও, তুমি এমনি করে
বারে বারে আসবো ফিরে।

রাতের বেলা সূর্য

রাতের বেলা সূর্য
 আর দিনের বেলা চাঁদ,
 শুধু তোমার জন্য
 দিয়ে দেবো সব বাদ।
 তুমি কি আমার জন্যে 
এর পরেও ফেলবে ফাঁদ?
 আমি কিন্তু করবো
 শেষ দানে কিস্তিমাত।
 #ছড়ার উৎস >রাতের বেলা নাকি সূর্য দেখতে পায়।

ইচ্ছে

ইচ্ছেগুলো ইচ্ছে হয়েই মনের অরন্যে থাক।
না হয় যাক না জীবন এভাবেই কেটে যাক।

#উপলব্ধি

তুমি তোমার ভেতর আমাকে কিংবা আমার ভেতর তোমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না। নিজেকে নিজের মধ্যেই খোঁজো। হয়তো তুমি যা খুঁজছো আপনাতেই তোমাতে ধরা দিবে।

গায়েই লাগে না

প্রখর রোদ্রের পিচঢালা রাস্তার উত্তাপ
যানবাহনের কালো ধোঁয়ায় কালোকিত নগরী,
রাস্তার পাশে ডাস্টবিনের ময়লার সুতীব্র গন্ধ,
ভ্যাপসা গরম এখন আমার গায়েই লাগে না।
কালো ধোঁয়ায় এখন আর দম বন্ধ হয় না।
আর ডাস্টবিনের ময়লার গন্ধে এখন আর নাক ও আটকে রাখতে হয় না।
 

Sample text

Sample Text

Sample Text

 
Blogger Templates